১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

লিটনের ‘চৌদ্দ’ রানের আক্ষেপ

- Advertisement -

ট্রেন্ট বোল্টের অফসাইডে শর্ট লেংথ বল, পয়েন্ট দিয়ে মারার চেষ্টা লিটন দাসের। ব্যাটের কাণায় লেগে বল ততোক্ষণে খুঁজে নিয়েছে উইকেটকিপার টম ব্লান্ডেলের গ্লাভস, প্যাভিলিয়নের পথে লিটন। ৮৬ রানে আউট হয়ে মাথাটা নুইয়ে মাঠ ছাড়ছেন টাইগার উইকেটকিপার, একবারের জন্যও মাথাটা উঠোলেন না। অথচ পুরো দুই সেশন খেলেছেন দাপটের সাথে, স্বাচ্ছন্দ্যেই। একটাই ভুল শট খেললেন, আর তাতেই আউট!

ড্রেসিং রুমে যখন ফিরছিলেন দলের সকলেই দাড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন লিটনকে। কোমরের পেছনে হাত দিয়ে মাথাটা নামিয়েই ড্রেসিং রুমে প্রবেশ করছিলেন তিনি। ঐ ব্যথায় একবার মাটিতেও পড়েছিলেন নুইয়ে, চিকিৎসক এসে পর্যবেক্ষণ করার পর কোনোরকমে দাড়িয়েছিলেন উঠে। এরপর খেলেছেন সাবলিল গতিতেই, একটু অসুবিধে হলেও দমিয়ে যাননি লিটন।

পর্যবেক্ষণে লিটন

২০২১ সালে টেস্ট ক্রিকেটে লিটন রান করেছেন পঞ্চাশ গড়ে, ধারাবাহিকতা বজায় রেখেছেন নতুন বছরেও। গত টেস্ট সিরিজেই পেয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা, দ্বিতীয়টার জন্য বাড়ল অপেক্ষা। তাতে কি! সারাটাদিন ধরে লিটন যেভাবে খেলেছেন, তা তো চোখের দেখার জন্যও প্রশান্তির।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img