১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

লিটন, ‘দ্য আর্টিস্ট’

- Advertisement -

ইয়ান বিশপ একবার বলেছিলেন, ‘লিটন যখন ব্যাট করে, মনে হয় মোনালিসার মত কোনো চিত্রকর্ম দেখছি।’ সত্যিই তাই, লিটনের ব্যাটিং দেখা যেন চোখের জন্যই প্রশান্তির। সামনের পায়ে ভর করে পুল, কাভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ কিংবা স্কয়ার কাট অথবা ফ্লিক! আপনি যেই শটটার কথাই বলুন না কেন, লিটন দ্য বেস্ট। এই শটগুলো অনেকেই খেলে, কিন্তু যখন লিটন খেলেন তখন বোঝা যায় পার্থক্যটা, মনে হয় শটগুলো অথেনটিক।

আফগানিস্তানের সাথে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লিটন তুলে নিয়েছেন দুর্দান্ত এক অর্ধশতক। চার সেঞ্চুরির পর চতুর্থ অর্ধশতক। অথচ শুরুতে বেশ ভুগতে হয়েছে টাইগার ওপেনারকেও।

তৃতীয় ওভারের প্রথম বল, প্রথমবারের মতো ব্যাটিং প্রান্তে লিটন দাস। বল হাতে আগের ম্যাচেই দাপট দেখানো ফজল হক ফারুকি, প্রথম বলটাই করালেন আউটসুইং। বলটা এতটাই সুইং করল যে উইকেটকিপার রহমতুল্লাহ গুরবাজ আর প্রথম স্লিপে দাঁড়ানো হাসমাতুল্লাহ শহিদির মধ্যখান দিয়েই বেরিয়ে চার। ফিল্ডার-বোলারদের সাথে সাথে অবাক ব্যাটসম্যান লিটনও, চোখ মুখেই যা ছিল স্পষ্ট।

তামিমের সাথে করেছিলেন ইনিংসের সূচনা

এরপর লিটন কাজে লাগিয়েছেন মস্তিষ্ক, ফজলের বল খেলেছেন দুই ধাপ সামনে এগিয়ে; যাতে সুইং করানোর জন্য বেশী সময় না পায় ফজল। এরপরও একই ওভারের চতুর্থ বলেই লিটনের বিপক্ষে আফগানদের এলবিডব্লিউয়ের আবেদন, আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয়ার সিদ্ধান্ত। ভাগ্যিস বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছিল!

পরের ওভারে ফরিদ আহমেদকে কাট করে লিটনের চার, সেখান থেকে শুরু। এরপর খেলেছেন চেনা ছন্দ্যে, দেখিয়েছেন নিজের মেধা। তারই প্রমাণ হিসেবে ৬৭ বলে লিটনের নামের পাশে অপরাজিত ৫৫*। নিজের চতুর্থ অর্ধশতকটা কতদূর এগিয়ে নিতে পারেন টাইগার ওপেনার, সেটাই এখন দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img