লিভারপুলের যেন চলছে ‘একাদশে বৃহস্পতি’। কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিট পেয়েছে অল-রেডরা। লিগ শিরোপার দৌঁড়েও খুব ভালোভাবে টিকে আছে প্রিমিয়ার লিগের সফলতম দলটা। রোববার মধ্যরাতে ইয়ুর্গেন ক্লপের দলের প্রতিপক্ষ টেবিলের পাঁচ নম্বর দল টটেনহ্যাম হটস্পার। জিতলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে টপকে এক নম্বরে উঠে যাবে লিভারপুল।
সমান ৩৪ ম্যাচে ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে আছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে যদি জয় আসে তবে কোনো হিসেবনিকেশ ছাড়াই টেবিলের চূড়ায় উঠে যাবে ১৯ বারের চ্যাম্পিয়নরা। শীর্ষস্থান কতক্ষন ধরে রাখতে পারবে লিভারপুল সেটা নিয়ে সংশয় আছে। কারণ সব ঠিক থাকলে ২৪ ঘন্টার মধ্যেই আবার মাঠে নামবে পেপ গার্দিওলার দল। যেখানে তাদের প্রতিপক্ষ টেবিলের দশ নম্বর দল নিউক্যাসেল ইউনাইটেড।
🔴 𝗠 𝗔 𝗧 𝗖 𝗛 𝗗 𝗔 𝗬 🔴
Ready for another big @PremierLeague encounter at Anfield ✊#LIVTOT | #WalkOn pic.twitter.com/Sd1vMdtCWv
— Liverpool FC (@LFC) May 7, 2022
দুই দলের শেষ লড়াইয়ে শেষ হয়েছিল ২-২ গোলের ড্র দিয়ে। এখন পর্যন্ত হেড টু হেডে লিভারপুলের জয় ৮৭, টটেনহ্যাম জিতেছে ৪৭ ম্যাচ; ৪৩ ম্যাচে দুই মাঠ ছেড়েছে ড্র নিয়ে। রোববারের ম্যাচে লিভারপুলের সবচেয়ে বড় স্বস্তির জায়গা, দলে তেমন কোনো ইনজুরি সমস্যা নেই; বড় ম্যাচের প্রথম একাদশেই সুযোগ পেতে পারেন রবার্তো ফিরমিনো। সব ঠিক টটেহ্যামের বিপক্ষে ম্যাচটি হতে পারে মোহাম্মদ সালাহর ২৫০তম ম্যাচ।
🌍 Where in the world are you watching from today?
Let us know! 👇 pic.twitter.com/ISi7UCaRjw
— Tottenham Hotspur (@SpursOfficial) May 7, 2022
সব ঠিক থাকলে টটেনহ্যম হটস্পারের বিপক্ষে লিভারপুলের ম্যাচটি শুরুভ হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।