বয়সটা ৪৩ ছুঁইছুঁই। এখনও দিব্যি খেলে যাচ্ছেন সাউথ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৩৮টি ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৪২৪টি উইকেট! লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা জায়ান্টের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে নিয়েছেন ৪টি উইকেট। দলগতভাবে সাফল্য পেতে হলে একটি দলে ভালোমানের লেগ স্পিনার থাকাটা অত্যন্ত জরুরি বলেই মনে করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তরুণ বোলারদের সাথেও নিজের অভিজ্ঞতা বিনিময় করতে চান নিজের দায়বদ্ধতা থেকেই।
“প্রতিটি দলে ভালমানের লেগ-স্পিনার থাকা দরকার। তাঁরা যেকোনো সময়ই খেলাটা বদলে দিতে পারে। এমনকি আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ টি-টোয়েন্টি বোলারদের মধ্যে লেগ স্পিনারদেরই আধিপত্য বেশি। তালিকার শীর্ষ পাঁচ- ওয়ানিন্দু হাসরাঙ্গা, তাবরাইজ শামসি, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ এবং রশিদ খান – সবাই লেগ স্পিনার”- তাহির বলছিলেন
এলপিএলে তরুণ লেগ স্পিনারদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে নাকি দারুণ লাগছে ইমরান তাহিরের, “ক্রিকেটে ‘লেগ-স্পিন’ একধরণের চমৎকার শিল্পকর্ম। তরুণ খেলোয়াড়দের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে আমার দারুণ লাগছে। যখন তাঁরা আমার কাছে আসে এবং বোলিং সম্পর্কে কিছু জানতে চায়, তখন আমার মনে হয় এটা জানানো আমার দায়িত্বের মধ্যেই পড়ে”