২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

লেস্টারের হারের দিনে জয় পেয়েছে সেভিয়া-এসি মিলান

- Advertisement -

ইউরোপিয় ফুটবলে সোমবারের দিনটি ছিল প্রায় নিরুত্তাপ। শীর্ষ ৫ লিগ মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৫টি। ছিলনা লিগ ওয়ান ও বুন্দেসলিগার কোন ম্যাচ। সোমবার জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্টহ্যাম, সেভিয়া, এসি মিলান। পাওলো ডি ক্যানিও (৪৮) কে টপকে প্রিমিয়ার লিগ যুগ শুরু হবার পর ওয়েস্টহ্যামের হয়ে সর্বোচ্চ গোলদাতার (৪৯) রেকর্ড গড়েছেন মিখাইল অ্যান্টনিও।

প্রথমে পিছিয়ে গিয়েও ৪-১ গোলে জিতেছে ওয়েস্ট হ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ হয়েছে একটিই। তাতে ওয়েস্টহ্যাম ইউনাইটেড ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার সিটি কে। ম্যাচের ২৬ মিনিটেই অ্যাটাকিং মিডফিল্ডার পাবলো ফোরনালসের গোলে এগিয়ে যায় ওয়েস্টহ্যাম; সাইদ বেনরাহমার ক্রস করা বলটাকে জালে পাঠাতে ভুল করেননি স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচের ৪০তম মিনিটে এই ফোরনালসকেই ফাউল করে লাল কার্ড দেখেন লেস্টারের মিডফিল্ডার আয়োজে পেরেজ। প্রথমার্ধ শেষে গোল ঐএকটিই।

ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা এখন অ্যান্টনিও

৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টহ্যামের আলজেরীয় উইঙ্গার বেনরাহমা। ৬৯ মিনিটে ইউরি টিয়েলেমানসের গোলে সামান্য লড়াইয়ের আভাস দেয় দশজনের দলে পরিণত হওয়া লেস্টার। কিন্তু এরপর শুরু হয় হ্যামার স্ট্রাইকার মিখাইল অ্যান্টনিওর তান্ডব। ৮০’ এবং ৮৪’ এই ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লেস্টারের এই ম্যাচ থেকে পয়েন্ট প্রাপ্তির ন্যুন্যতম সম্ভাবনাটুকুও একাই শেষ করে দেন  ইংলিশ স্ট্রাইকার। এবং এই দুই গোল করার মধ্য দিয়ে তিনি গড়েছেন রেকর্ড; হয়েছেন পাওলো ডি ক্যানিও (৪৮) কে টপকে প্রিমিয়ার লিগ যুগ শুরু হবার পর ওয়েস্টহ্যামের হয়ে সর্বোচ্চ গোলদাতা (৪৯)। প্রথম গোলের পরই ক্যানিওকে ছাড়িয়ে যান অ্যান্টনিও,গোলের পর নিজের কার্ডবোর্ড কাট আউট নিয়ে মজাদার উদযাপন করেছেন ইংলিশ এই স্ট্রাইকার। দুই গোলের পাশাপাশি এই ম্যাচে একটি এসিস্ট ও করেছেন অ্যান্টনিও।

এই জয়ের মাধ্যমে ২ গেম উইক শেষে ওয়েস্টহ্যাম ইউনাইটেড এখন অবস্থান করছে ইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে।

 

 

গেতাফের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে সেভিয়া

স্প্যানিশ লা লিগায় গতকাল মাঠে গড়িয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে গেতাফের মাঠে ০-১ গোলে জয় নিয়ে ফিরেছে সেভিয়া। পুরো ৯০ মিনিট ম্যাড়মেড়ে গোলশূন্য খেলা হবার পর ইনজুরি টাইমে গোল দিয়ে সেভিয়া কে তিন পয়েন্ট এনে দেন নতুন সাইনিং এরিক লামেলা। রাফা মিরের বারে লেগে ছিটকে আসা বলটাকে জালে জড়ান তিনি। টটেনহ্যাম থেকে ট্রান্সফার হয়ে সেভিয়াতে আসার পর থেকেই উড়ন্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন এই খেলোয়াড়। এই নিয়ে ২ ম্যাচে করেছেন ৩ গোল। ৩টিই আবার বদলি হিসেবে নেমে।

পরের ম্যাচে ওসাসুনা আর সেল্টাভিগোর ম্যাচটি হয়েছে গোলশুন্য ড্র। ম্যাচের ৪৮তম মিনিটে রুবেন গার্সিয়া পেনাল্টি মিস না করলে হয়ত ঘরের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো ওসাসুনা। ২ গেমউইক শেষে বর্তমানে লা লিগার শীর্ষে রয়েছে সেভিয়া।

‘সিরি আ’ তেও কাল হয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ক্যালিয়ারি ২-২ গোলে ড্র করেছে স্পেজিয়ার বিপক্ষে। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ক্যালিয়ারি। ম্যাচের ৭ মিনিটেই স্পেজিয়ার পক্ষে গোল দেন ইম্যানুয়েল গিয়াসি। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিমোন বাস্তোনি। হারের শঙ্কায় থাকা ক্যালিয়ারির জন্য এরপর “নায়ক” হিসেবে আবির্ভূত হন অধিনায়ক হোয়াও পেদ্রো। ৬২ মিনিটে গোল করে ব্যবধান কমান তিনি। এর কিছুক্ষণ পরই পেনাল্টিতে ২য় গোল করে দলের সম্মান বাঁচান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

এসি মিলানকে জয় এনে দেয়া ব্রাহিম দিয়াজ

২য় ম্যাচে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল এসি মিলান। ৯’ মিনিটে ব্রাহিম দিয়াজের করা একমাত্র গোলেই জয় পায় স্টেফানো পিওলির দল। মিলানের নতুন ফরাসি গোলকিপার মাইক মাইগনান তাঁর অভিষেক ম্যাচেই ছড়িয়েছেন আলো। তাঁর দৃঢ়তায়ই গোলমুখ খুলতে পারেনি সাম্পদোরিয়া। মিলানের হয়ে কাল মাঠে নেমেছিলেন চেলসি থেকে আসা অলিভিয়ের জিরুডও।

এই দুই ম্যাচের মাধ্যমে সিরি আ’র প্রথম গেমউইকের সব খেলা শেষ হল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img