২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

শততম ম্যাচ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই: রিয়াদ

- Advertisement -

সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে ৫ ম্যাচ সিরিজে কিউইদের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ; আছেন শততম টি-টোয়েন্টিতে মাঠে নামার অপেক্ষায়। ম্যাচশেষে কথা বলেছেন মুস্তাফিজের বোলিং এবং নিজের শততম টি-টোয়েন্টি নিয়ে।

মুস্তাফিজকে নিয়ে প্রসংশা ঝড়েছে রিয়াদের কণ্ঠে

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের লাগত ২০ রান। বোলিংয়ে ছিলেন মুস্তাফিজুর রহমান।  ওভারের ৫ম বলে নো বলসহ ৫ রান দিয়ে একটু হারের শঙ্কা জাগিয়েছিলেন কাটার মাস্টার। তবে শেষপর্যন্ত বিপদ ঘটতে দেননি। সব মিলিয়ে ওই ওভারে দেন ১৫ রান। বাংলাদেশ ম্যাচ জেতে ৪ রানে। ম্যাচশেষে অধিনায়ক রিয়াদের কন্ঠে ঝড়ল মুস্তাফিজের জন্য প্রশংসাই।

“টি-টোয়েন্টি ম্যাচে প্রায়ই এধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মাঝেমধ্যে ব্যাটিংয়ে থাকলে ১২ বলে ২০ রান বা ২৪ রান চেজ করতে হয়। অপরদিকে বোলারদেরও শেষ ২-১ ওভারে এধরণের রান ডিফেন্ড করতে হয়। যেটা আজকে মুস্তাফিজকে করতে হয়েছে। এবং সে সেটা বেশ ভালোভাবেই করতে পেরেছে বলেই আমরা ম্যাচটি জিততে পেরেছি” – ফিজকে নিয়ে রিয়াদ

ছবিঃ বিসিবি
অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড রিয়াদের

রোববার ম্যাচে মাঠে নামলেই টাইগার অধিনায়কের শততম ম্যাচ হবে সেটি।  এমনিতেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডটি এতদিন তাঁরই ছিল। এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ও বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদের এলিট ক্লাবে প্রবেশ করবেন রিয়াদ। তবে এই প্রসঙ্গে শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার চাইতে তাঁর কন্ঠে দলের জন্য অবদান রাখতে পারার প্রত্যাশার কথাই বেশি ঝড়েছে।

“শততম ম্যাচ নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই। আমি সবসময়ই চেষ্টা করি দলের জন্য খেলতে, দলের জন্য অবদান রাখতে। ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি ও শততম ম্যাচটি খেলতে পারি তাহলে সেই ম্যাচেও আমার লক্ষ্য থাকবে দলের জন্য অবদান রাখা”- নিজের শততম ম্যাচ নিয়ে রিয়াদ

শুক্রবার ম্যাচ জয়লাভের মধ্য দিয়ে বাংলাদেশি অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন রিয়াদ। এই জয়ে র‌্যাংকিংয়ে অজিদের পেছনে ফেলে ৬ষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img