২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

শাদাবকেও পাচ্ছে না পাকিস্তান

- Advertisement -

টি-টোয়েন্টি সিরিজ হারের পর টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ধাক্কা খেল পাকিস্তান। বাবর আজম , ইমাম উল হকের পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন শাদাব খান। তার বদলে দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার জাফর গোহা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বুধবারের দেওয়া বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ঊরুর চোটে ভুগছেন শাদাব। তার বদলি ২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা জাফর। তবে এখন পর্যন্ত তার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে ওখানেই।

কায়েদ-ই-আজম ট্রফিতে জাফরেই দুর্দান্ত পারফর্মেন্সই নজ়র কেড়েছে পিসিবির। ৩৮ উইকেট নিয়ে হয়েছেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। আগামী শনিবার দুই দলের প্রথম টেস্ট।

পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ফাহিম আশরাফ, আবিদ আলি, আজহার আলি,  সরফরাজ আহমেদ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ,  শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ, জাফর গোহার।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img