২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

শাহরুখ-সালমান আমাকে নিজের ছোট ভাইয়ের মত দেখতেন: শোয়েব আখতার

- Advertisement -

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার ভারতের দিনগুলোর কথা ভেবে নস্টালজিক; জীবনের সেরা কিছু সময় তিনি কাঁটিয়েছেন সেখানে। বিশেষ করে বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খানের সাথে কাঁটানো সময়ের স্মৃতিচারণ করেছেন শোয়েব। শোয়েব বলেছেন দুই খানই তার প্রতি অনেক যত্নশীল ছিলেন; নিজের ছোট ভাইয়ের মত দেখতেন তাকে।

শোয়েব বলেছেন বলিউডের করন-অর্জুন নিজের ছোট ভাইয়ের মত দেখতেন তাকে

 

“আমি বোম্বাই (মুম্বাই) এর মানুষের সাথে খোশগল্পে মেতে উঠতে পছন্দ করতাম। সালমান এবং শাহরুখ আমাকে নিজের ছোট ভাইয়ের মত দেখতেন সবসময়ই। যখনই আমি তাদের পরিবার কিংবা পরিচিত মানুষদের সাথে থাকতাম, তারা আমার অনেক খেয়াল রাখতেন। দুর্ভাগ্যবশত ৫ বছর পেরোতে চললো আমি ভারতে  যেতে পারিনি। একটা সময় ছিল যখন লোকেরা আমাকে আধার এবং রেশন কার্ড তৈরী করতে বলত, কারণ আমি সেখানে প্রচুর কাজ করতাম”-স্পোর্টসকিড়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে একান্ত আলাপচারিতায় শোয়েব আখতার বলেন

ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দুরাবস্থার কারণে তাদের মধ্যে কোন দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়না। দুই দল শেষবার দ্বিপাক্ষিক সিরিজের জন্য মুখোমুখি হয়েছিল ২০১২-১৩তে; যেখানে পাকিস্তান তিন ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল। শোয়েব আখতার দুই দেশের সম্পর্কে উন্নতির জন্য অপেক্ষা করছেন এবং তিনি এর জন্য প্রার্থনাও করছেন। তিনি আরও যোগ করের, যদি দুই দেশের রাজনৈতিক দুরাবস্থার উন্নতি ঘটলে  তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতে যাবেন এবং সেখানে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করবেন।

“আমার ভারতের খুব প্রিয় স্মৃতি আছে, আমি শুধু প্রার্থনা করতে থাকি (ফিরে আসার জন্য), আমি সম্প্রতি আমার বন্ধুদেরকেও বলেছিলাম যে, আশা করি কয়েক মাসের মধ্যে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আরও ভালো হবে এবং আমি প্রথম ব্যক্তি হব যে সেখানে যাবে এবং প্রচুর অর্থ উপার্জন করবে (হাসি)”-আখতার বলছিলেন

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img