দ্বিতীয় টেস্টে পেসার শাহীন শাহ আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। পিসিবির ঘোষণা করা ১২ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি শাহীনের। মূলত সেরা একাদশ বেছে নিতেই শাহীনকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।
এই বিষয়ে প্রেস কনফারেন্সে দলটির হেড কোচ জেসন গিলেস্পি জানান, “শাহীন এই টেস্টে থাকছে না। তার সাথে আমার কথা হয়েছে। দলের সেরা কম্বিনেশন বেছে নেয়ার কারণেই তাকে বাদ দেওয়া। এই ব্যাপারটাকে সে বেশ ইতিবাচকভাবেই নিয়েছে। আমরা তাকে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছি।”
সদ্য পিতা হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। এই বাদ পড়াকে পরিবারের সাথে শাহীনের দারুণ কিছু সময় কাটানোর একটা সুযোগ হিসেবেও দেখছেন গিলেস্পি। তবে, যেই দিকনির্দেশনা দেয়া হয়েছে, সেটাও শাহীনকে কাজে লাগাতে হবে। এজন্য বাঁহাতি এই পেসারকে সহযোগিতা করবেন আজহার মাহমুদ। আগামীতে পাকিস্তানের অনেক খেলা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ফুল ফিট শাহীনকেই চান গিলেস্পি।
১২ সদস্যের দলে ফিরেছেন স্পিনার আবরার আহমেদ। ম্যাচের দিন সকালে সেরা একাদশ নির্বাচন করবে স্বাগতিক দল।
পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, মোহাম্মদ আলি, সালমান আলি আঘা, সাইম আইয়ুব, বাবর আজম, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ ও খুররাম শাহজাদ