ফিফার সবশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। মার্চ উইন্ডোতে এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আলবিসেলেস্তারা। তবে আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও ১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে নেমে গেছে ১৮৪ নম্বরে।
মূলত বিশ্বকাপে বাছাইয়ের মার্চ উইন্ডোর দুই ম্যাচ হারই প্রভাব ফেলেছে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে। কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারের পর ঘরের মাঠে ফিরতি লেগে বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। শুধু বাংলাদেশ না, পিছিয়েছে ভারতও। ১১৭ থেকে নেমে গেছে ১২১ নম্বরে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবার উপরেই আছে তারা।
আর্জেন্টিনার মতো অবস্থান পরিবর্তন হয়নি ফ্রান্সের। তারা আছে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে বেলজিয়াম। তিন থেকে চারে নেমে গেছে ইংল্যান্ড। আগের মতো পাঁচ নম্বরেই আছে ব্রাজিল। আগের ১৬ নম্বর অবস্থান ধরে রেখেছে জার্মানি। সবচাইতে বড় লাফ দিয়েছে ইন্দোনেশিয়া। আট ধাপ এগিয়ে উঠে এসেছে ১৩৪ নম্বরে।