টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সবগুলো ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই আত্মবিশ্বাস নিয়েই শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। ঘরের মাঠে শুধু ভালো ক্রিকেটই খেলতে চায়না বাংলাদেশ, বরং টানা দ্বিতীয় বারের মতো হতে চায় এশিয়ার চ্যাম্পিয়ন।
শুক্রবার সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন,“ভালো খেলার সময় কিন্তু শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, চেষ্টা করব ট্রফিটা যেন আমাদেরই থাকে। ভালো ক্রিকেট কিন্তু আমরা ইতোমধ্যেই খেলছি। এমন তো না যে আমরা ভালো ক্রিকেট খেলছি না। ভালো ক্রিকেট খেলতে পারলে ট্রফি আমাদের ঘরে আসবে।’’
স্বাগতিক হওয়ায় অনেকটাই নির্ভার বাংলাদেশ দল। তাইতো অন্যদের নিয়ে না ভেবে নিজেদের ভালো ক্রিকেটটা খেলতে চান বলেও জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।“নিজেদের ঘরে ওভাবে চ্যালেঞ্জ মনে করছি না। ম্যাচ বাই ম্যাচ খেলাই আমাদের লক্ষ্য, অন্য দলের শক্তির দিকে আমরা দেখছি না। মাঠে আমরা আমাদের ক্রিকেটটা খেলতে চাই ।’’
এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথম বারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।