মেলবোর্নে টানা বৃষ্টিতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই ছিল শঙ্কা। তবুও গ্যালারিতে নেই একটুখানি জায়গা। এমসিজিতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলো ভারত। বাবর আজম ভাগ্য মেনে নিয়েই বললেন, “টসে জিতলে আমরাও আগে বোলিং করতাম”। কেনো দুই দলই আগে বল হাতে চেয়েছিল তার প্রমাণ পাওয়া গেল খেলার শুরুতেই। ইনিংসের দ্বিতীয় ওভারেই আর্শদীপ সিংয়ের বলে প্যাভিলিয়নে বাবর আজম। তারপর পাকিস্তান হারিয়েছে ফর্মে থাকা আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকেও।
পরবর্তীতে শান মাসুদ জীবন পেয়ে কাজে লাগিয়েছেন আর পাকিস্তানকে ম্যাচে রেখেছেন ইফতেখার আহমেদ। ৩৪ বলে করেছেন ৫১ রান। অক্ষর প্যাটেলের ১ ওভারে নিয়েছেন ২১। মোহাম্মদ ইফতেখার আউট হওয়ার পর আবার ম্যাচে ফেরে ভারত। তবে সব নাটক হয়তো জমা ছিল শেষের জন্যে। ইনজুরি থেকে ফেরা শাহীন শাহ আফ্রিদির ব্যাটে ৮ বলে ১৬ আর উইকেটে এসে প্রথম বলে ৬ মেরেছেন হারিস রউফ।
২০তম ওভারে ১০ রান নিয়ে পাকিস্তানের ইনিংস থেমেছে ৮ উইকেটে ১৬০ রানে। শেষ পর্যন্ত শান ৪২ বলে খেলেছেন অপরাজিত ৫২ রানের ইনিংস। ভারতের পক্ষে ৩০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও, ৩২ রাণে আর্শদিপ সিংও পেয়েছেন ৩টি উইকেট।