বেলা গড়িয়ে উইকেট সহজ হয়ে আসার সাথে সাথে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশের চলার পথটাও খানিকটা সহজ হয়ে এসেছে। প্রথম সেশনে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে এখনো পর্যন্ত ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
লাঞ্চের আগেই ক্রিজে আসতে হয়েছে দুজনকেই। লিটন আসার পর থেকেই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন, মুশফিক দেখিয়েছেন অপরিসীম ধৈর্য্য! চল্লিশের বেশি বল খেলে মাত্র ৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন। তবে লাঞ্চের পর রানের চাকা বাড়াচ্ছেন। স্পিনারদের তো পিটিয়েছেনই, শাহীন আফ্রিদিকেও হাঁকিয়েছেন দৃষ্টিনন্দন দুটি বাউন্ডারি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১২০/৪। লিটন-মুশফিক দুজনে গড়েছেন ৭১ রানের জুটি। লিটন ৩৩* ও মুশফিক ৩৪* রানে অপরাজিত আছেন।