২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

শূন্য রানে আউট হওয়া ম্যাচেও রেকর্ড ভাঙলেন বাবর

- Advertisement -

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হেরে বেশ সমালোচনাই সহ্য করতে হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সেই ম্যাচে ৪ বলে ০ রান করে আউট হলেও দারুণ এক কীর্তি গড়েছেন বাবর। উগান্ডার ব্রায়ান মাসাবাকে টপকে জয়ের সংখ্যার হিসেবে তিনি এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম অধিনায়ক। বাবরের নেতৃত্বে ৪৫ টি-টোয়েন্টি জিতেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো অধিনায়কের জন্য যা সর্বোচ্চ।

দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বাবরের হাতে তুলে দেন ৪৫ লেখা বিশেষ জার্সি। ডাবলিনে রোববার রাতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। তাতেই রেকর্ড বুকে নাম লেখান বাবর। যে রেকর্ডে আগে নাম ছিল উগান্ডার অধিনায়ক মাসাবার। তার নেতৃত্বে ৪৪ টি-টোয়েন্টি জিতেছিল উগান্ডা।

এছাড়া ইংল্যান্ডের হয়ে ইয়ন মরগ্যান এবং আফগানিস্তানের হয়ে আসগার আফগান জিতেছেন সমান ৪২ টি-টোয়েন্টি। ভারতের মাহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি জিতেছেন ৪১টি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img