১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

শেষ বিকেলের স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

- Advertisement -

প্রথম দিনের শুরুতে ১৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে দারুণ শুরুর আভাসই দিয়েছিল বাংলাদেশ দল। সময়ের সাথে অবশ্য মানিয়ে নিয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরি, পঞ্চম উইকেটে দুজনের ২৪০ রানের জুটি। স্বাগতিক দল ইনিংস ঘোষণা করলো দ্বিতীয় দিনের শেষ বিকেলে। স্কোরবোর্ডে রান তখন ৬ উইকেটে ৪৪৮।

পাকিস্তানের পক্ষে ১৭১ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ১৪১ রান তুলে মিরাজের বলে উইকেট দিয়েছেন সৌদ শাকিল। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় দিনের শেষটা অবশ্য ভালোই করেছে বাংলাদেশ। কোনো উইকেট হারাতে হয়নি। ১২ ওভারে জাকির হাসান এবং সাদমান ইসলাম তুলেছেন ২৭ রান। দ্বিতীয় দিনশেষে ৪২১ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান (১ম ইনিংস): ৪৪৮/৬ (১১৩ ওভার) (ডি.); (রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১, সালমান ১৯, আফ্রিদি ২৯*; হাসান ২৩-৪-৭০-২, শরীফুল ২৩-৪-৭৭-২নাহিদ ১৯-০-১০৫-০, মিরাজ ২১-১-৮০-১, সাকিব ২৭-৩-১০০-১)।
বাংলাদেশ (১ম ইনিংস): ২৭/০ (১২ ওভার) (সাদমান ১২*, জাকির ১১*)।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img