অবশেষে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয় পেয়েছেন সিকান্দার রাজার দল। টাইগারদের দেয়া ১৫৮ রানের টার্গেট তারা পেরিয়ে গেছে ৯ বল হাতে রেখেই। বাংলাদেশ সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে।
১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকে জিম্বাবুয়ে। দলীয় ৩৮ রানে সাকিব আল হাসান প্রথম ব্রেকথ্রু এনে দেন। এরপর ব্রায়ান বেনেট এবং সিকান্দার রাজা মিলে দলের হাল ধরেন। দুজন মিলে গড়েন ৭৫ রানের জুটি। ব্রায়ান বেনেট ৪৯ বলে ৭০ রান এবং রাজা করেছেন ৪৬ বলে অপরাজিত ৭২ রান। টাইগারদের পক্ষে ৯ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। ৫৫ রান খরচায় ১ উইউকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ দল। দলীয় ৯ রানেই আউট হন তানজিদ হাসান তামিম (২) এবং সৌম্য সরকার (৭)। এরপর তাওহীদ হৃদয়ও ১ রানে আউট হলে চাপে পড়ে টাইগাররা। পাওয়ারপ্লে শেষে তারা তোলে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান।
এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গরেন ৬৯ রানের জুটি। শান্ত ২৮ বলে ৩৬ রান করে আউট হলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন রিয়াদ। শেষ পর্যন্ত করেন ৪৪ বলে ৫৪ রান। এছাড়াও সাকিব আল হাসান করেন ১৭ বলে ২১ রান। জাকের আলী ১১ বলে অপরাজিত ২৪ রান করেছেন। জিম্বাবুয়ের পক্ষে ২ উইকেট নিয়েছেন ব্রায়ান বেনেট।