সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে জিতে সিরিজ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইসের ৭৯ রানে ১৯৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ, জবাবে ৯ উইকেটে ১৮৩ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
West Indies take out the match by 16 runs to win the #WIvAUS T20I series 4-1.
Evin Lewis’ 79 off 34 the backbone of an impressive @windiescricket victory ?
Scorecard ? https://t.co/9eurWAMUzf pic.twitter.com/SOksgCznuY
— ICC (@ICC) July 17, 2021
প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ, চতুর্থ ম্যাচে এসে সিরিজে প্রথম জয় পায় অজিরা। পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আবার ফিরেছে জয়ে। ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার আন্দ্রে ফ্লেচার দ্রুত ফিরলেও বিদ্ধংসী ছিলেন এভিন লুইস। প্রথম উইকেটে ৪০ রানের পর দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলের সাথে লুইস ৪৩ রান যোগ করেন মাত্র ১৪ বলে, পাওয়ারপ্লেতে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৮১ রান । ১১ তম ওভারে ৩৪ বলে ৭৯ রান করে ফেরেন লুইস। লুইস আউট হওয়ার পর রানের গতি তুলনামূলক কমে যায় ক্যারিবিয়ানদের, অধিনায়ক নিকোলাস পুরানের ১৮ বলে ৩১ রানের ইনিংসে দুইশোর চেয়ে ১ রান কমে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমে অজি পেসার অ্যান্ড্রু টাই ৩৭ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। অ্যাডাম জাম্পা পান দুই উইকেট।
The #MenInMaroon registered their highest Powerplay score (8️⃣1️⃣ runs) for the series in this match!?
SCORES?: https://t.co/yu0mkCaF36
BLOG?: https://t.co/EV87wcqnH3#WIvAUS #MissionMaroon pic.twitter.com/htqCmoF9kL— Windies Cricket (@windiescricket) July 17, 2021
দুইশো রানের টার্গেটে নতুন ওপেনিং পার্টনার জশ ফিলিপেকে নিয়ে ব্যাট করতে নামেন অ্যারন ফিঞ্চ। ফিলিপে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় উইকেটে মিচেল মার্শ এবং ফিঞ্চের ব্যাটিংয়ে ভালো শুরু পায় অজিরা। ৯ ওভারে ৯৫ রান তুলে ফিঞ্চ ৩৪ রানে আউট হলে ম্যাচে কিছুটা পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডার প্রয়োজনীয় রান গতির সাথে তাল মিলিয়ে দলকে জয় এনে দিতে পারেনি। ক্যারিবিয়ানদের হয়ে শেলডন কটরেল ও আন্দ্রে রাসেল নিয়েছেন তিনটি করে উইকেট।
Take a bow Walshy Jr.! ???
Hayden Walsh Jr. ended the series with 1️⃣2️⃣ wickets, the 2nd highest by any bowler in a bilateral T20I series! (behind Ish Sodhi's – 13 vs Australia this year)?#WIvAUS #MissionMaroon pic.twitter.com/vGquPXNUjo
— Windies Cricket (@windiescricket) July 17, 2021
ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে সিরিজ হারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে বিশ্বকাপের আগে নিজেদের শরীরে শক্তিশালীর তকমা লাগিয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচে ৭৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এভিন লুইস আর ৫ ম্যাচে ১২ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।