ক্রিকেট জীবনে ছিলেন অলরাউন্ডার, কোচিং ক্যারিয়ারেও তার ভূমিকা ওই অলরাউন্ডারের মতোই। একাধিক ফ্রাঞ্চাইজির সাথে কাজ করেছেন টম মুডি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার যুক্ত হলেন শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক হিসেবে।
এর আগেও দুই বছর কাজ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে। দুই বছর ছিলেন দলটির হেডকোচ। তার কোচিংয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার সাথে চুক্তির সময়টায় বাধ্যতামূলক ৩০০ দিন কাজ করতে হবে মুডির, যদিও তার সঙ্গে চুক্তি তিন বছরের। এসএলসি থেকে জানানো হয়েছে ভবিষ্যৎ সূচি, ক্রিকেট কাঠামো, ক্রিকেটারদের নিয়ে।