ঝাকড়া চুলের লাসিথ মালিঙ্গাকাকে সরিয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকাকে। আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নেতৃত্ব পেলেও অধিনায়ক হিসেবে এর আগে দ্বায়িত্ব পালন করছেন শানাকা। ২০১৯ এ পাকিস্তান সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন এই অলরাউন্ডার। নতুন অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে মার্চের শুরুতেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয় সফরে বিশ সদস্যের দলে নতুন দুই ক্রিকেটারকেও অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনারা পাথুম নিসাঙ্কা ও মিডল অর্ডার ব্যাটসম্যান আশেন বান্দারা স্কোয়াডে রেখেছে শ্রীলঙ্কা। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স সুযোগ করে দিয়েছে নিসাঙ্কাকে।
এছাড়া দলে ফিরেছেন আকিলা ধণঞ্জয়। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় নিষিদ্ধ ছিলেন এক বছর। তবে পেস আক্রমনের মূল ভরসা লাহিরু কুমারা করোনা পজিটিভ হওয়ায় এই সফরে যেতে পারছেন না। ৪ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কা দলের ক্যারিবিয় সফর। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও তিনটা ওয়ানডে এবং দুইটা টেস্টও খেলবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা।