২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সফলভাবে সম্পন্ন এনামুল বিজয়ের হাতের অস্ত্রোপচার

- Advertisement -

অনুশীলন করতে গিয়ে বাঁ হাতে চোট পেয়েছিলেন ক্রিকেটার এনামুল হক বিজয়। সেই চোটের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে ভক্তদের সেকথা জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনিং ব্যাটসম্যান।

বিজয় জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে; বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে একসময়ের সম্ভাবনাময় এই ডানহাতি ওপেনার। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ব্যাট হাতে সময়টা ভালো যায়নি তাঁর। নিজেকে ফিরে পেতে নিয়মিত অনুশীলনে ঘাম ঝড়িয়ে যাচ্ছিলেন বিজয়। এই অনুশীলন করতে গিয়েই কিছুদিন আগে তাঁর বাম হাতে বলের আঘাত লাগে। প্রাথমিকভাবে ছিলেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। অবস্থার উন্নতি না হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানেই। সেই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

“কিছুদিন আগে অনুশীলনের সময় আমার বাম হাতে বলের আঘাত লাগে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পরে চিকিৎসক সিদ্ধান্ত নেন যে আমার হাতে অস্ত্রোপচার করাতে হবে। এত দ্রুত সবকিছুর ব্যবস্থা করার জন্য বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) কে অসংখ্য ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ ডাক্তার দেবাশিস চৌধুরি স্যারকে”- নিজের ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন বিজয়।

“আলহামদুলিল্লাহ, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার অবস্থা এখন বেশ ভালো। যারা আমাকে ভালোবাসেন ও আমাকে শুভকামনা জানিয়েছিলেন তারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, যেন আমি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।”- আরো জানিয়েছেন বিজয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img