পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলীর সঙ্গে চুক্তি করল কাউন্টি দল সমারসেট। এ নিয়ে তৃতীয়বারের জন্য কাউন্টিতে খেলতে চুক্তিবদ্ধ হলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। এই মৌসুমে কাউন্টির টপ ডিভিশনে কমপক্ষে তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। এছাড়া তার দল ফাইনালে উঠলে খেলতে পারেন বব উইলিস ট্রফির ফাইনালেও।
BREAKING: Somerset County Cricket Club are thrilled to announce that Azhar Ali will be returning to Taunton this summer! ?
⤵️⤵️⤵️#WeAreSomerset @WPAinsurance | @AzharAli_ | @TheRealPCB
— Somerset Cricket ? (@SomersetCCC) August 18, 2021
৩৬ বছর বয়সী আজহার সমারসেটে প্রথমবার যোগ দেন ২০১৮ সালে। কাউন্টিতে নিজের অভিষেক ম্যাচেই উস্টারশায়ারের বিপক্ষে করেছিলেন অনবদ্য সেঞ্চুরি। পরের বছর রয়্যাল লন্ডন কাপের শিরোপা জেতে সমারসেট, সেই দলের গুরুত্বপূর্ন সদস্য ছিলেন আজহার। সমারসেটে ফিরতে পেরে খুবই খুশি এই ডানহাতি ব্যাটসম্যান।
“সমারসেটে ফিরতে পেরে আমি খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। এটা সবসময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো”- সমারসেটে ফেরা প্রসঙ্গে আজহার
সমারসেটের হয়ে সাফল্য পেতে চান আজহার। অবদান রাখতে চান ক্লাবের হয়ে।
“এটা একটা বিশেষ ক্লাব। এই ক্লাবের হয়ে আমি সাফল্য পেতে চাই। আমি ক্লাবের সফলতায় অবদান রাখতে চাই। কেননা ক্লাবের সকল কর্মকর্তা, খেলোয়াড়, ভক্তরা এটার উপযুক্ত”
৩০ আগষ্ট সোমবার থেকে নিজেদের কাউন্টি ম্যাচ শুরু করবে সমারসেট। প্রথম ম্যাচে টনটনে তাদের প্রতিপক্ষ নটিংহ্যামশায়ার।