২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

সমালোচনার জবাব দিলেন রোহিত

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে ভারত। তবে দেড়শোর কম পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে সফররতরা। শেষ ওভারে প্রয়োজন ছিল দশ রান। তরুণ পেসার আবেশ খানের প্রথম দুই বলেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। তবে হারজিত ছাপিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার একটি সিদ্ধান্তকে ঘিরে। প্রথম স্পেলের দুই ওভারে ১২ রান দেওয়া ভুবনেশ্বর কুমারকে কেনো শেষ ওভারে বোলিংয়ে আনা হলো না? সমালোচনায় বিদ্ধ রোহিত।

ম্যাচশেষে অবশ্য সমালোচনার জবাব ভারতীয় অধিনায়ক দিয়েছেন ঠিকঠাক। তরুণ ক্রিকেটারদের মধ্যে চাপ সামলানোর মানসিকতা তৈরি করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

“আমরা সবাই জানি, ভুবনেশ্বর কী করতে পারে আমাদের জন্য। কিন্তু আবেশের মতো তরুণদের যদি সুযোগ না দেওয়া হয়, তারা কখনোই বুঝবে না ডেথ ওভারে বোলিংয়ের অভিজ্ঞতা কেমন। আইপিএলে তারা এটা ভালোভাবেই করে আসছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন ব্যাপার”- বলেছেন রোহিত

দারুণ একটি ওয়ানডে সিরিজের টি-টোয়েন্টিতেও দারুণ শুরু করেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ছন্দপতন। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img