উইকেটে ঘাস দেখে হয়তো খুব আশা নিয়েই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল উইন্ডিজ। হয়েছে তার উল্টো, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন একাই করেছেন আড়াইশ, প্রথম ইনিংসে উইন্ডিজ অল আউট হয়েছে ১৩৮ রানে।
বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে বৃষ্টির বাধায় খেলা হয়েছিল ৭৮ ওভার। শুরুর দিনই টম ল্যাথাম এবং কেন উইলিয়ামসনের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম দিনে দুই উইকেটের বিনিময়ে তারা স্কোরবোর্ডে জমা করেছিল ২৪৩ রান।
দ্বিতীয় দিনে উইলিয়ামসন তুলে নিয়েছেন দ্বিশতক, শেষদিকে নেমে কাইল জ্যামিসন পেয়েছেন অর্ধশতকের দেখা। স্বাগতিকরা তাদের ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৫১৯ রান নিয়ে। দ্বিতীয় দিনের শেষ বিকেলে অবশ্য খারাপ করেনি উইন্ডিজ। উদ্বোধনী দুই ব্যাটসম্যানই শেষ করেছিল দিনের খেলা। স্কোরবোর্ডে রান ছিল ৪৯।
তবে তৃতীয় দিনে সাউদি, জ্যামিসন, ওয়েগনারদের বোলিং তোপে ধসে গেছে উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ১৩৮ রানে অল আউট হওয়ার পর কিউইরা তাদের আবার পাঠিয়েছে ব্যাটিংয়ে। এবারও ব্যর্থ সফররতদের টপ অর্ডার। দলীয় শতকের আগেই তারা হারিয়েছে ৬ উইকেট। দিনের বাকিটা সময় অবশ্য আর কোনো বিপদ ছাড়াই শেষ করেছে জার্মাইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফ। তৃতীয় দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান। স্বাগকিদের প্রথম ইনিংসের স্কোর স্পর্শ করতে তাদের এখনও করতে হবে ১৮৫ রান।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড (১ম ইনিংস): ৫১৯/৭ (১৪৫ ওভার) ডিক্লে. (উইলিয়ামসন ২৫১, ল্যাথাম ৮৬, জ্যামিসন ৫১* ; রোচ ৩০-৭-১১৪-৩, গ্যাব্রিয়েল ২৫-৬-৮৯-৩, জোসেফ ৩১-৮-৯৯-১)
উইন্ডিজ (১ম ইনিংস): ১৩৮/১০ (৬৪ ওভার) (চ্যাপেল ২৬, হোল্ডার ২৫; সাউদি ১৯-৭-৩৫-৪, জ্যামিসন ১৩-৩-২৫-২)
উইন্ডিজ (২য় ইনিংস): ১৯৬/৬ (ফলো অন) (৪২ ওভার) ( ব্ল্যাকউড ৮০*, জোসেফ ৫৯*; ওয়েগনার ১১-০-৬২-২, ডার্ল মিচেল (৩-০-৭-১)