২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সাইফউদ্দিনের অভিমান!

- Advertisement -

ডিসেম্বরের ২৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। দেশি ক্রিকেটারদের জন্য খুশির খবর, বাড়ছে পারিশ্রমিকটাও। অথচ, মন খারাপ বাংলাদেশের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের! বাতাসে জোর গুঞ্জন, ইনজুরির দোহাই দিয়ে তাঁকে নাকি রাখাই হচ্ছে না এবারের প্লেয়ার ড্রাফটে! বুধবার সেই গুঞ্জনেরই পালে হাওয়া লাগালো তাঁর দেয়া এক আবেগময়ী ফেইসবুক স্ট্যাটাস। বাংলাদেশ দলের জুনিয়র প্লেয়ারদের নাকি দেখার কিংবা তাঁদের কথা শোনার মতো কেউই নেই বিসিবিতে। তবে কি সত্যিই সাইফউদ্দিনের খেলতে পারবেন না এবারের বিপিএলে?

“আমার মতো সাধারণ জুনিয়র প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোনো সময় নেই হয়তো”- নিজের ফেইসবুক পেইজে বলছিলেন সাইফউদ্দিনের

শোনা যাচ্ছিলো, ইনজুরির কারণে বোলিং করতে বেশ অসুবিধা হচ্ছিলো এই ডানহাতি পেসারের। তবে তিনি নাকি ইচ্ছা প্রকাশ করেছিলেন, বোলিং না হোক অন্তত ব্যাটার হিসেবেই এবারের বিপিএলে অংশ নিতে। তবুও অনিশ্চিত সাইফউদ্দিনের বিপিএল ভবিষ্যৎ। যদিও কারো প্রতি অভিযোগের আঙ্গুল তুলতে নারাজ এই ক্রিকেটার, “কারো প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক” 

তবে, ঘটনার সত্যতা জানতে এবং দুইয়ে-দুইয়ে চার মিলানোর জন্য সবাইকে অপেক্ষা করতেই হবে ২৭ ডিসেম্বরের প্লেয়ার ড্রাফট ঘোষণা না করা পর্যন্ত কিংবা এ নিয়ে অফিসিয়াল কোনো বক্তব্য না জানানো পর্যন্ত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img