২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সাইফের আক্ষেপের পাল্লেকেলে টেস্ট ড্র’য়ের পথে

- Advertisement -

পাল্লেকেলের ফ্ল্যাট উইকেটে একেকজনের বড় বড় ব্যক্তিগত স্কোর। অথচ এমন মরা পিচেও সাইফ হাসান চরম ব্যর্থ। প্রথম ইনিংসে শূন্য, শেষ দিনে দ্বিতীয়বার ব্যাটিং পেয়ে ডাক থেকে বেঁচেছেন ঠিকই, ১ রানে লাকমালের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আক্ষেপটা বাড়িয়েছেন ডানহাতি ওপেনার।

ছবিঃ এসএলসি

শেষ দিনে পিচ স্লো হয়েছে আরো,তাইতো ইনসাইড এজে একাধিক বোল্ডের দেখা মিলেছে। ঐ ফ্যাশনে আগের ইনিংসে শতক হাকিয়ে নায়ক নাজমুল শান্ত কাটা পরেছেন রানের খাতা না খুলেই।

ছবিঃ এসএলসি

১০৭ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করা বাংলাদেশকে জোড়া স্ট্রাইকে শুরুতে চাপে ফেলেছেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমাল। যদিও অভিজ্ঞ তামিম অধিনায়ক মুমিনুলকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে খেলে যাচ্ছেন সাবলীল।

সেঞ্চুরির পথে তামিম

প্রথম ইনিংসের মতো দ্রুত রান তুলছেন বাহাতি ওপেনার। টি-ব্রেকের আগ পর্যন্ত ১০ চার ও ৩ ছক্কায় ৭৪ রানে অপরাজিতো। প্রথমদিন ১০ রানের জন্য শতক মিস করা তামিম দ্বিতীয় ইনিংসে আছেন সেঞ্চুরির পথেই। এছাড়া মুমিনুল আনবিটেন ২৩ রানে।

স্কোরঃ বাংলাদেশ ১ম ইনিংস ৫৪১/৭ ও ১০০/২; শ্রীলঙ্কা ১ম ইনিংস ৬৪৮/৮ (৫ম দিনের টি-ব্রেক পর্যন্ত)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img