শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না সাকিব আল হাসান ইতিমধ্যে সবারই তা জানা। তবে নতুন খবর হচ্ছে, লঙ্কানদের বিপক্ষে লাল বলের সিরিজেও থাকছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিন ফরম্যাট থেকেই বিসিবির কাছে ছুটি নিয়েছেন সাকিব। তাই শ্রীলঙ্কা সিরিজে মাঠের বাইরে থাকবেন তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়ক সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন গত বছরে ওয়ানডে বিশ্বকাপে।
জাতীয় দলের হয়ে না খেললেও বিপিএলে ঠিকই মাঠ মাতাচ্ছেন সাকিব। যদিও চোখের সমস্যার কারণে টুর্নামেন্টের শুরুর দিকে বেশ ভুগেছেন তিনি। তবে সময় যত গড়িয়েছে ততই চেনা রুপে ফিরে এসেছেন সাকিব। রংপুর রাইডার্সের সবশেষ ছয় ম্যাচেই দুই অঙ্কের ঘরে রান করেছেন তিনি। সেই সাথে টুর্নামেন্টে এখন পর্যন্ত নিয়েছেন ১৭ উইকেট।