বিপিএল চলাকালীন সময়ে জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নেয়ার কাণ্ডে রীতিমতো বিরক্ত বিসিবি। লিগ চলাকালীন সময়ে এ অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব না হলেও, টুর্নামেন্ট শেষে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তবে, সাকিবের চেয়েও তাঁর ফ্র্যাঞ্চাইজির উপরই বেশি ক্ষেপেছেন তিনি। তাঁর মতে, আগের আসরগুলোতে বিসিবির তত্ত্বাবধায়নে কখনো কোনো খেলোয়াড় নিয়ম ভাঙতে পারেনি।
“এর আগে যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু ছাড় দিইনি। তবে এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ওপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে এমন কখনো হয়নি”-বলছিলেন পাপন
কোনো টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলাবদ্ধ রাখার দায় থাকে দলের কর্তৃপক্ষের উপর। সে কারণে ‘সাকিব ইস্যুতে’ পাপনের কাছে ফ্র্যাঞ্চাইজির অপারগতাই বেশি চোখে পড়েছে। তাই, তাদেরকেই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, “ফ্র্যাঞ্চাইজিটিকে কারণ দর্শাতে বলা হয়েছে। কারণ, আমরা ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশনা দিয়েছিলাম, কীভাবে জৈব সুরক্ষা বলয় মানতে হবে। জৈব সুরক্ষা বলয় ভেঙে সাকিব কীভাবে বাইরে গেল। এটা ভাঙা হয়েছে, এ জন্যই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল।”