২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

সাকিবের চোটের গুঞ্জন উড়িয়ে দিলেন হাথুরু

- Advertisement -

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেকেই আলোচনায় সাকিব আল হাসানের আঙ্গুলের চোট। আলোচনার সূত্রপাত তৃতীয় দিনে চিদাম্বরম স্টেডিয়ামের ধারাভাষ্য কক্ষ থেকে। টাইগারদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পান সাকিব। বর্তমানে রয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলামের পর্যবেক্ষণে। এরই মধ্যে গুঞ্জন ছিল চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়বেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবে সেই গুঞ্জন উড়িয়েছে দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার গ্রিন পার্কে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে কথা বলেছেন হাথুরুসিংহে। সাকিবের চোটের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি। আর সে খেলার মত অবস্থায় আছে।” 

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করার সময় জাসপ্রীত বুমরাহর বলে আঙ্গুলে চোট পান সাকিব। যদিও তার আগে থেকেই আঙ্গুল নিয়ে কিছুটা ভুগছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথম টেস্টে বল নিয়ে হাত ঘুরিয়েছেন মাত্র ২১ ওভার। দুই ইনিংসে ব্যাটে রান এসেছে ৩২ ও ২৫। এর আগে পাকিস্তান সিরিজে তিন ইনিংস মিলয়ে ৩৮ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। তবে সাকিবের এহেন পারফর্ম্যান্সে মোটেও অসন্তুষ্ট নন হাথুরু। তার মতে ফলাফলের পেছেনে দায়ী পুরো দলই।

তিনি বলেন, “আমি তার পারফর্ম্যান্সে নয় বরং পুরো দলের পারফর্ম্যান্সে অসন্তুষ্ট। সবাই জানি সে (সাকিব) কি করতে পারে। আমার মনে হয় সে (চেন্নাই টেস্টের) দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছে। সে ইনিংস বড় করতে পারেনি বিপক্ষ দলের পারদর্শীতার কারণে।” 

ইতিহাস গড়ে প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারতের সামনে মুখ থুবড়ে পড়েছে নাজমুল হোসেন শান্তরা। তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ভালো কিছু করবে এমনটাই আশা করছেন টাইগারদের প্রথান কোচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img