২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সাকিব-জোসেফদের বোলিং তোপে কম রানে গুটিয়ে গেলো চট্টগ্রাম

- Advertisement -

বিপিএলের প্রথম ম্যাচে শুরুটা মনমতো হলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। সাকিব আল হাসানের নেতৃত্বে ফরচুন বরিশাল বোলিং-ফিল্ডিং দিয়ে সাঁড়াশির মতো চেপে ধরায় নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে মাত্র ১২৫ রান করতে পেরেছে মিরাজ-আফিফদের চট্টগ্রাম।

হেলমেটে টেপ দিয়ে বিসিবির লোগো ঢেকে দেওয়াসহ নানান অসঙ্গতি সত্ত্বেও মাঠের খেলায় ব্যাটে বলে ভালো লড়াই দেখারই আশা ছিলো। উইকেটও মিরপুরের চিরায়ত স্লো ড্যাম্প চরিত্রের ছিলোনা। কিন্তু এমন পিচে যে ব্যাটিংটা করার কথা সেটিই করতে ব্যর্থ হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টসে হেরে বোলিং  প্রথম স্কোরিং শটই ছক্কা দিয়ে শুরু করেন চট্টগ্রাম ওপেনার কেনার লুইস। তৃতীয় বলেই ছক্কা মারতে গিয়েই লং অনে ক্যাচ আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় চ্যালেঞ্জার্স। আফিফ হোসেন, সাব্বির রুম্মন, মেহেদী মিরাজ , শামীম পাটোয়ারী, নাঈম ইসলাম বা বিদেশী উইল জ্যাকস- কেউই চট্টগ্রামকে টি-টোয়েন্টির সেই ‘রিদম’টা এনে দিতে পারেননি। আবার অনেক সময় চেষ্টা করেছেন কিন্তু সাকিবের দুর্দান্ত ফিল্ড সেটিংয়ে ধরা পড়েছেন।

৭ম উইকেটে বেনি হাওয়েল ক্রিজে আসার আগে চট্টগ্রামের সর্বোচ্চ ছিলো উইল জ্যাকসের ১৬। ৪জন ব্যাটারের রানই ছিলো ১০ এর নিচে। বেনি হাওয়েল আসলেন আর দেখালেন এসব পিচে কিভাবে ব্যাট করতে হয়। ২০ বলে ৪১ রানের ইনিংস খেলে ডোয়াইন ব্রাভোর বলে আউট হলেও তাঁর জন্যই চট্টগ্রামের স্কোরটা হয়েছে ‘একটু’ ভদ্রস্থ!

সাকিব আল হাসান অসম্ভব কিপটে বোলিং করেছেন ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান নিয়েছেন ১টি উইকেট। আলজারি জোসেফ ৩২ রানে ২ উইকেট নিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img