বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের পরও আইপিএলের নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি সাকিব আল হাসানকে কেনার জন্য। বিশ্বসেরা অলরাউন্ডার দল না পেলেও দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাঁকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
চলতি বিপিএলে এখন অব্দি সর্বোচ্চ উইকেটশিকারি বোলার মুস্তাফিজুর রহমান। ৮ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৭ উইকেটের দেখা পেয়েছেন টাইগার পেসার।
সাকিবের পর মুস্তাফিজ; বাকি তিন ক্রিকেটার। তাদের নাম এখনো নিলামে তোলা হয়নি। লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের কেউ দল পেলে সেটা হবে তাদের প্রথম আইপিএল। দেখার বিষয়, আইপিএলের এবারের সংস্করণে বাংলাদেশি খেলোয়াড়ের তালিকাটা আরও লম্বা হয় কি না!