দেশের তরুণ ক্রিকেটারদের কাছে সাকিব আল হাসান যেন এক অনুপ্রেরণার নাম। মাঠের বাইরে সাকিবকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, মাঠের সাকিব দলের জুনিয়র ক্রিকেটারদের আগলে রাখেন পরম মমতায়। বিশ্বসেরা এই অলরাউন্ডার যখন দলে থাকেন তখন অন্য ক্রিকেটারদের জন্য গেম–প্ল্যান সাজানোটাও সহজ হয়ে যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে ‘অলরাউন্ডারকে’ দেয়া সাক্ষাৎকারে মেহেদী মিরাজ জানান সাকিবের উপর তাঁর অঢেল শ্রদ্ধা এবং নির্ভরতার কথা।
“সাকিব ভাই তো সবসময়ই আমাদের সাপোর্ট করে। আমি যখন উনার সাথে খেলি, বিশেষ করে বোলিংয়ের সময় অনেক কমফোর্টেবল ফিল করি। সাকিব ভাইকে দেখে আমাদেরও তাঁর মতো হতে ইচ্ছা করে”–বলছিলেন মিরাজ

সাকিব আল হাসান মাঠে থাকা মানেই মিরাজের কাছ থেকে নতুন কিছু শিখতে পারার বড় একটা মঞ্চ। মাঠে চাপমুক্ত হয়ে খেলতে পারলেই ভালো রেজাল্ট আসে। আর তাঁর সেই কাজটাই নাকি আরো বেশি সহজ করে দেন সাকিব। ফলে, সাফল্যটাও ধরা দেয় খুব সহজেই। এ প্রসঙ্গে ডানহাতি এই স্পিনার জানান, তিনি যখন বোলিং করেন আমার জন্য খেলাটা আরও সহজ হয়ে যায়। তিনি আমাকে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন টিপস দিয়ে থাকেন।”