২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

সাকিব-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাওয়ারপ্লের মধ্যেই চার উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান। সাকিব আল হাসান অপরাজিত আছেন ৪৬ বলে ৪২ রান করে; মুশফিকুর রহিম ব্যাট করছেন ৫৬ বলে ৩২ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই বাংলাদেশ। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দারুণ সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ করেছেন হতাশ। দ্বিতীয় ওভারে নাসিম শাহর প্রথম বলেই ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ নাঈম শেখ। ২৫ বলে ৪ বাউন্ডারিতে ২০ রান করে হারিস রউফের বলে উড়িয়ে মারতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এই এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামা লিটনও পারেননি বড় রান করতে। ১৩ বলে ৪ বাউন্ডারিতে ১৬ রান করে ফেরেন তিনি।

আগের দুই ম্যাচে ২০ ও ০ রান করা তাওহীদ হৃদয় এদিনও ফিরেছেন দ্রুত। এরপর উইকেটে আসা মুশফিককে সাথে নিয়ে ইনিংস মেরামতের দিকে নজর দেন সাকিব। দুজনে মিলে ইতোমধ্যে গড়েছেন ৯৫ বলে ৭৩ রানের জুটি।

পাকিস্তানের হয়ে দুইটি উইকেট নিয়েছেন হারিস রউফ, একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img