১২ মার্চ ২০২৫, বুধবার

‘সাদা বলের ক্রিকেটে ইবাদত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার দাবিদার’

- Advertisement -

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ইবাদত হোসেন এখন নিয়মিত মুখ। টেস্ট অভিষেকের ৩ বছর পেরিয়ে গেলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো অভিষেক ঘটেনি এই পেসারের। বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে চার ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এই পুরোটা সময় ইবাদতকে পর্যবেক্ষণ করেছেন ঢাকা দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। বোলিংয়ে ইবাদতের উন্নতি নাকি তাঁর চোখে পড়েছে! সেইসাথে তিনি জানিয়েছেন, জাতীয় দলের রঙ্গিন পোশাকটা গায়ে জড়ানোর অন্যতম দাবিদার ২৮ বছর বয়সী এই পেসার।

“ইবাদত এখন ডেথ ওভারে কিংবা শুরুতে নতুন বলে যেভাবে বোলিং করছে, আমি মনে করি সাদা বলের ক্রিকেটে সে বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করার দাবিদার”-বলছিলেন বাবুল 

ইবাদতের প্রশংসা করেছেন মিজানুর রহমান বাবুল

জাতীয় দলে ৩ বছরের ক্যারিয়ারে ইবাদত মোটে ১২ টেস্ট খেলে পেয়েছেন ২০ উইকেট। খেলার ধরন এবং খরুচে বোলিংয়ের গড়ের কারণে তাঁকে অসংখ্যবার সমালোচনাও শুনতে হয়েছে। তবে, সাম্প্রতিক সময়ে প্রিয় বাবুল স্যারের চোখে নাকি শিষ্যের উন্নতি ধরা পড়ছে। এ প্রসঙ্গে তিনি জানান, “ইবাদত অনেকদিন ধরে দলের সাথে আছে। কোচেরা ওর সাথে কাজ করছে। ও ওয়ার্কআউট করেছে, কষ্ট করেছে। সেটার ফল এখন সে পাচ্ছে। কোচ হিসেবে আমি তার ওপর সন্তুষ্ট।”   

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img