১৮ই এপ্রিল, ২০২১; আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু; এরপর গড়িয়েছে সাড়ে পাঁচ মাস, করোনার আঘাতে স্থগিত হওয়ার আগে-পরে মিলিয়ে কলকাতা খেলে ফেলেছে নয়টি ম্যাচ; একটিতেও সাকিবকে একাদশে স্থান দেয়নি কেকেআর টিম ম্যানেজমেন্ট। ভক্তদের অপেক্ষা বেড়েছে, আকাশ চোপড়াদের মতো ক্রিকেট ব্যক্তিত্বদের মুখে ঝড়েছে কেকেআর অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের প্রতি বিষোদগারও।
অবশেষে ভক্তদের অপেক্ষা ফুরোলো। রোববার (আজ) সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতার একাদশে রয়েছেন সাকিব আল হাসান। টসের সময় অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছেন এই তথ্য। টসে যদিও হেরেছে কলকাতা, সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে বেছে নিয়েছেন ব্যাটিং।
#IPL2021 #KKRvSRH #KKR #SRH | Match 49@KKRiders XI – Shubman Gill, Venkatesh Iyer, Rahul Tripathi, Nitish Rana, Eoin Morgan(c), Shakib Al Hasan, Dinesh Karthik(w), Sunil Narine, Shivam Mavi, Tim Southee, Varun Chakaravarthy
Follow Live: https://t.co/iGYF5Rhqrk
— TOI Sports (@toisports) October 3, 2021
কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, দিনেশ কার্তিক, সুনীল নারাইন, শিভাম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।