নাসুম আহমেদের বলটা লং-অফে ঠেলে দিয়ে নিলেন একটা রান। এরপর স্বভাবজাতভাবে খানিকটা উঁচুতে ব্যাটটা তুলে ধরলেন মোহাম্মদ আশরাফুল। মাইশুকুরকে জড়িয়ে ধরার পর ঝুঁকে পড়লেন সিজদায়। প্রতিপক্ষের নাসুমও অভিনন্দন জানাতে হাতটা দিলেন বাড়িয়ে।
অবশেষে ডিপিএলে সেঞ্চুরির দেখা পেলেন মোহাম্মদ আশরাফুল। ব্রাদার্স ইউনিয়নের হয়ে রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এবারের আসরে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ক্রিকেটার। এই নিয়ে লিস্ট ‘এ’-তে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১১টি।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নামে ব্রাদার্স ইউনিয়ন। আশরাফুলের সঙ্গী হিসেবে ওপেনিং নামা ইমতিয়াজ হোসেন শুরুতেই আউট হন ফরহাদ রেজার বলে। এরপর মাইশুকুর রহমানকে সঙ্গে নিয়ে ১৫০ রানের জুটি গড়েন অভিজ্ঞ এই ব্যাটার। ৬৮ রানে মাইশুকুর সাজঘরে ফিরলেও এদিন অপ্রতিরোধ্য ছিলেন আশরাফুল। ৭৭ বলে হাঁকান ফিফটি। এরপর ১১০ বলে ১০ বাউন্ডারি এবং ১ ছক্কার মারে করেন ১০০ রান। স্ট্রাইক রেটটা ছিল ৯০.৯১। এরপর আরও ৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। শেষ পর্যন্ত আশরাফুল কোথায় গিয়ে থামেন সেটাই এখন দেখার এবং উপভোগ করার বিষয়।
এই প্রতিবেদন লেখা অব্দি, ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪১। আশরাফুল ১৩০ এবং চতুরাঙ্গা ডি সিলভা অপরাজিত আছেন ৫ রানে।