১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

সিডনিতে পুকোভস্কির প্রিয় দিন!

- Advertisement -

প্রায় সব ক্রীড়াবিদের জীবনেই স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে জড়ানো, প্রতিনিধিত্ব করা। যখন সেই মুহূর্তে সামনে আসে স্বাভাবিকভাবেই তা ছাড়িয়ে যায় অতীতের প্রায় সব সুন্দর মুহুর্তকে। অস্ট্রেলিয়ার হয়ে সিডনি টেস্টে অভিষেকে হওয়া পুকোভস্কিও তেমন। টেস্টের আগের রাতে ঘুমাতেই পারেননি এই অজি ক্রিকেটার।

বয়স বাইশ, অভিষেক ইনিংসেই করেছেন ৬২। পুকোভস্কির বাবা অস্ট্রেলিয়া এসেছিলেন সার্বিয়া থেকে তবে এই ক্রিকেটারের বেড়ে ওঠা তাসমান পাড়ের দেশটাতেই। সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম দিন বেশ উপভোগ করেছেন পুকোভস্কি।

‘সত্যি বলতে, ঘুম খুব একটা ভালো হয়নি। এটি এখনও পর্যন্ত সম্ভবত ক্রিকেটে আমার সবচেয়ে পছন্দের দিন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলতে পারা দারুণ রোমাঞ্চকর, বিশেষ করে এই অবস্থায় উঠে আসতে যত কিছু পেরোতে হয়েছে। সব মিলিয়ে দারুণ ছিল।‘

ক্যারিয়ারের এক পর্যায়ে হতাশায় ছিলেন, বিরতি নিয়েছিলেন ক্রিকেট থেকেও। তবে সেই বিষন্নতা জয় করে পুকোভস্কি ফিরেছেন ভালোভাবেই।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img