৫ জানুয়ারি ২০২৫, রবিবার

সিডনি টেস্টের প্রথম দিনে বৃষ্টি আর অস্ট্রেলিয়ার দাপট

- Advertisement -

সিডনি অতীতের পরিসংখ্যান কথা বলে স্বাগতিকদের পক্ষে, তবে এই মাঠের সর্বচ্চো দলীয় সংগ্রহ আবার ভারতের। বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের অনেকটা সময় কেটে গেছে বৃষ্টিতে তবে বাকিটা সময় দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া।

ভারতের ইনজুরি জর্জরিত বোলিং লাইন আপ তবে মোহাম্মদ সিরাজ শুরুতেই পান সাফল্যের দেখা, ম্যাচের চতুর্থ ওভারের সিরাজের বলে আউট হয়ে ডেভিড ওয়ার্নার ফিরে গেছেন প্যাভিলিয়নে। অভিষিক্ত পুকোভস্কি এবং ব্যাট হাতে পরিক্ষিত লাবুশেইনের ব্যাটে ঘুরে দাঁড়ায় টিম পেইনের দল।

প্রথম দিনে ৫৫ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ১৬৬ রান। পুকোভস্কি আউট হয়েছেন অর্ধশতক করে, তবে ৬৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন লাবুশেইন। তার সাথে উইকেটে আছেন স্টিভেন স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৬৬/২ (৫৫ ওভার) (লাবুশেন ৬৭*, পুকোভস্কি ৬২, স্মিথ ৩১*; সাইনি ৭-০-৩২-১, সিরাজ ১৪-৩-৪৬-১)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img