১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

‘সুন্দর’ তিন-চারে সুন্দর, আটে না

- Advertisement -

অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ শেষে তাকে রেখে দেয়া হয়েছিল নেট বোলার হিসেবে। পরবর্তীতে সেই সফরেই বনে গেছেন টেস্ট ক্রিকেটার। মূলত অপ-স্পিনের জন্যই সুযোগ পেয়েছিলেন দলে। আরও সহজ করে বললে, জাদেজার ইনজুরির সুবাদে। আহমেদাবাদে শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সেই ওয়াশিংটন সুন্দরই খেলেছেন অপরাজিত ৯৬ রানের ইনিংস।

অমন ইনিংসের পর ব্যাটসম্যান সুন্দরকে নিয়ে চলেছে বিস্তর আলোচনা। শুধু রানের হিসেবে না, তার শট খেলার অ্যাবিলিটি কুড়োচ্ছে বাড়তি প্রশংসা। ভিভিএস লক্ষ্মণ বলেছেন, তার খেলার ধরণ টপ-অর্ডার ব্যাটসম্যানের মতোই। পুরোদস্তর ক্রিকেটার হওয়ার সম্পূর্ণ যোগ্যতাই সুন্দরের আছে বলে মনে করেন লক্ষ্মণ।

ব্রিসবেনে প্যাট কামিন্সের বাউন্সে প্রথমে কাঁধে এবং পরে উরুতে আঘাত পেয়ছিলেন সুন্দর, দমে যাননি। পরবর্তীতে ন্যাথান লায়নের বলে মারা ‘নো লুক সিক্স’ তার আগ্রাসী এপ্রোচকেই প্রকাশ করে।  এখন পর্যন্ত ৬ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন সুন্দর, চারবার ৭ নম্বরে দুইবার আটে। ৬ ইনিংসে সুন্দরের রান আড়াইশর বেশি, গড় ৬৬.২৫।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img