২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সুপার এইটে আফগানিস্তান, বাদ নিউজিল্যান্ড

- Advertisement -

পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। আগেই শেষ আট নিশ্চিত করেছে টুর্নামেন্টের স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলের কাছেই হেরেছে ২০২১ সালের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। তাতেই দুই ম্যাচ হাতে রেখেই বাড়ির টিকিট কাটতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটেছে কিউইদের। গতকাল (বৃহস্পতিবার) ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বিদায়ের শঙ্কায় পড়ে কেইন উইলিয়ামসনরা। পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তান পয়েন্ট হারালে সুপার এইটে খেলার সম্ভাবনা টিকে থাকতো নিউজিল্যান্ডের। কিন্তু রশিদ খানরা পাপুয়া নিউগিনিকে একপ্রকার উড়িয়ে দিয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের দুই পেসার ফজলহক ফারুকি ও নাভিন-উল-হকের তোপে মাত্র ৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ফারুকি। নাভিন ২ উইকেট নিতে ২.৫ ওভারে খরচ করেছেন মাত্র ৪ রান।

জবাবে ব্যাটিংয়ে দ্রুত ইবরাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারালেও আফগানিস্তানকে বিপদে পড়তে দেননি গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী। ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত ছিলেন গুলবাদিন। ২৩ বলে ১ বাউন্ডারিতে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেছেন নবী। চারে নেমে ১৮ বলে ১৩ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই।

উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই দুই ম্যাচ জিতলেও সুপার এইটে ওঠা হবে না তাদের।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img