২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সুবুগার বিশ্বরেকর্ডের দিনে উগান্ডার জয়

- Advertisement -

বিশ্বকাপে গ্রুপ সি এর ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা। পাপুয়া নিউগিনির ৭৮ রানের টার্গেটে ১০ বল হাতে রেখেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ব্রায়ান মাসাবার দল। প্রথম ইনিংসে ৪৩ বছর বয়সী উগান্ডার স্পিনার ফ্র্যাঙ্ক সুবুগা ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ২ উইকেট, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে কোনো বোলারের সবচেয়ে কম রান দেয়ার বিশ্বরেকর্ড।

৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানেই ৩ উইকেট হারায় উগান্ডা। হারের শঙ্কা তৈরি হলেও রিয়াযাত আলী শাহয়ের ৫৬ বলে ৩৩ রানের কল্যাণে ১৮.২ ওভারে ৭ উইকেটে তারা তোলে ৭৮ রান। পাপুয়া নিউগিনির পক্ষে ২টি করে উইকেট নেন আলাই নাও এবং নরম্যান ভানুয়া।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ রানে ৩ উইকেট হারায় পাপুয়া নিউগিনি। এরপর লেগা সিয়াকার ১৭ বলে ১২, হিরি হিরির ১৯ বলে ১৫ এবং কিপলিন ডরিগার ২০ বলে ১৫ রানের কল্যাণে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে তারা তোলে ৭৭ রান। আলফেস, কসমস, জুমা এবং সুবুগা প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img