টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হাসান আলী ঐ ক্যাচটা মিস না করলে হয়তো চ্যাম্পিয়নও হতে পারতো পাকিস্তান। সময় পেরিয়েছে, সেই ক্যাচ মিস এখন দূসর অতীত। কিন্তু, ক্যাচ মিসের পর সেই ম্যাচ হারের রাত এখনও ভুলেননি হাসান! ক্রিকেট পাকিস্তানের সাথে প্রথমবারের মতো এই নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের এই পেসার, জানিয়েছেন সেই রাতের অভিজ্ঞতা।
“আমার ক্যারিয়ারের খুব কঠিন সময় ছিল এটি। ভুলে যাওয়া কঠিন। কোথাও এ নিয়ে কথা বলিনি, ক্যাচটি ছাড়ার পর দুই দিন ঘুমোতে পারিনি। আমার স্ত্রী শঙ্কায় পড়ে গিয়েছিল” –বলছিলেন হাসান

গোটা টুর্নামেন্টে দুর্দান্ত বল করা শাহীন আফ্রিদি ঐ ওভারে দিয়েছিলেন ২২ রান। ম্যাচ হারার পর হাসান-শাহীন দুজনই কেঁদেছেন, তাদের স্বান্তনা দিয়েছেন সিনিয়র শোয়েব মালিক, “ম্যাচ শেষে আমি ও শাহীন ভীষণ কেঁদেছি। শোয়েব (মালিক) ভাই এসে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি তো বাঘের মতো, ভেঙে পড়া যাবে না।”