৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা

- Advertisement -

এশিয়া কাপের সেমিফাইনাল, প্রতিপক্ষ ভারতের মতো শক্তিশালী দল। স্বাভাবিকভাবেই চাপ কাজ করার কথা নিগার সুলতানা জ্যোতির দলের। শেষমেষ হলোও তাই, ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৮০ রানেই থামে বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় কোনো সমস্যায় হয়নি ভারতের। বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল হারমনপ্রীত কৌরের দল।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। টাইগ্রেসদের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা সম্ভব ভারতকে বড় রানের টার্গেট দেওয়া। সেই লক্ষ্যে শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। ৩৩ রানের মধ্যেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। দলের বিপদ বাড়িয়ে দিয়ে ৪৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন রিতু মনিও।

বাকি ব্যাটারদের যাওয়া আসার মিছিলে একপ্রান্ত আগলে ধরে রেখেছিলেন জ্যোতি। শুরুতে ইনিংস গড়ার দিকে মনোযোগ দিয়েছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন স্বর্ণা আক্তার। উইকেটে থিতু হওয়ার পরেও টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারেননি দুজনের কেউই। শেষ ওভারে আউট হওয়ার আগে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে এসেছে ৫১ বলে ২ বাউন্ডারিতে ৩২ রান। স্বর্ণা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৮ বলে ১৯ রান করে। ইনিংসটিতে জ্যোতির সমান দুটি বাউন্ডারি মেরেছেন স্বর্ণা।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং ও রাধা যাদব। ১টি করে উইকেট শিকার করেছেন পূজা ভাসতাকার ও দিপ্তি শর্মা।

ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ

রান তাড়ায় ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। টাইগ্রেস বোলারদের কোনো পাত্তাই দেননি তারা। ইনিংসের শুরু থেকেই মারুফা আক্তার-জাহানারা আলমদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন তারা। দুজনেই ব্যাট করেছেন বেশ আক্রমণাত্মক মেজাজে। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ভারত তোলে ৪৬ রান।

পাওয়ারপ্লের পর রয়েসয়ে খেলেন শেফালি। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মকই ছিলেন স্মৃতি। ৩৮ বলে ফিফটি পূর্ণ করেন বাহাতি এ ওপেনার। পরের বলেই চার মেরে ভারতের দশ উইকেটের জয় নিশ্চিত করেন স্মৃতি। ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। শেফালির সংগ্রহ ২৮ বলে অপরাজিত ২৬ রান।

বাংলাদেশের হয়ে ৩ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন নাহিদা আক্তার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img