২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

স্টোকস-বাটলারদের চেয়ে ওয়ার্নারের মেয়ের ব্যাটিং ভালো!

- Advertisement -

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ, তিন ম্যাচ শেষে তিনটিতেই পরাজয় ইংল্যান্ডের। শেষ টেস্টে হার ইনিংস ব্যবধানে, পুরো সিরিজেই এক জো রুট ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ইংল্যান্ডের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার ওলিভার ব্রাওন বলেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের ছয় বছর বয়সী মেয়েরও ইংলিশ ব্যাটসম্যানদের চেয়ে টেকনিক ভালো।

“কেউ আশা করেনি এভাবে ম্যাচটা শেষ হয়ে যাবে। সকলেই ভেবেছিল জমজমাট লড়াই হবে, কিন্তু তা হয়নি। ডেভিড ওয়ার্নারকে দেখলাম নিজের তিন মেয়েকে ব্যাটিংয়ের অনুশীলন করাতে। তার ছয় বছর বয়সী কন্যা আইভি ম্যা’কে দেখে মনে হচ্ছিল ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানদের অনেকের চেয়েই আইভির রক্ষণাত্মক টেকনিক ভালো।”- লিখেছেন ব্রাওন

বাবার অপেক্ষায় দুই মেয়ে

নিজের তিন কন্যাকে নিয়ে মাঠে মাঝে মাঝেই নেমে পড়েন অজি ওপেনার; খেলেন, দৌড়ান এমনকি আনন্দে মেতে উঠেন সকলেই। অ্যাশেজের টানা জয়ের পর তো আনন্দ আরও দ্বিগুণ বেড়েছে তা অনুমান করাই যায়। ওদিকে ইংল্যান্ড শিবিরে নেমে এসেছে অন্ধকার। ইতোমধ্যেই আলোচনা জোড়াল হয়েছে ক্রিস সিলভারউডের পদত্যাগ এবং জো রুটের অধিনায়ক থেকে সরে দাড়ানোর। ইংল্যান্ডের সাবেক খেলোয়াড়রাই চান না অধিনায়কের দায়িত্বে থাকুক রুট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img