আলোকস্বল্পতার কারণে খেলা শুরু হতে বিলম্ব হলেও আম্পায়াররা দিয়েছিলেন শর্ত; বাকি ওভারগুলো বোলিং করাতে হবে শুধুমাত্রই স্পিনারদের দিয়ে। কিন্তু, আম্পায়ারদের দেয়া শর্ত মেনে নিতে নারাজ টাইগার অধিনায়ক মুমিনুল হক; তিনি চান পেস বোলারদের দিয়েই বোলিং করাতে।
অপরদিকে, এই স্বল্প আলোয় পেসাররা বল করলে খেলতে রাজি না সফরকারীরাও। বাধ্য হয়েই খেলা বন্ধ রাখতে হয়েছে আম্পায়ারদের। দিনের খেলাও শেষ হতে পারে এখানেই, যদি না দূর হয় আলোকস্বল্পতা কিংবা অধিনায়কদের কেউ একজন আম্পায়ারের শর্তে হোন রাজি।
চা বিরতিতে যাওয়ার পূর্বে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। অধিনায়ক বাবর আজমের সংগ্রহ ৬০*, আজহার আলী অপরাজিত আছেন ৩৬* রানে।