১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

হার্শার টি-টোয়েন্টি সেরা একাদশ; ভাবনায় ‘মুস্তাফিজ’

- Advertisement -

কয়েকদিন আগেই ২০২১ সালে নিজের পছন্দের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছিলেন হার্শা ভোগলে। বুধবার করেছেন আরও একটি কঠিন কাজ; আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, হার্শা বেছে নিয়েছেন টি-টোয়েন্টিতেই নিজের সেরা একাদশ। এগারো নম্বর খেলোয়াড় হিসেবে পাঁচ পেসার ছিল ভারতের জনপ্রিয় এই ধারাভাষ্যকারের ভাবনায়, যাদের মধ্যে ছিলেন মুস্তাফিজুর রহমানও। কিন্তু ফিজ, ফার্গুসনদের পেছনে ফেলে হার্শা বেছে নিয়েছেন জাসপ্রিত বুমরাহকে; তার একাদশে বুমরাহই একমাত্র ভারতের।

ওপেনিংয়ে হার্শার পছন্দ জশ বাটলার এবং মোহাম্মদ রিজওয়ান। তিন নম্বর পজিশনে কোনো না ভেবেই বেছে নিয়েছেন মিচেল মার্শকে। প্রথম তিনজন ডানহাতি হওয়ার কারণে প্রয়োজন ছিল একজন বামহাতি ব্যাটসম্যানের, তাই চারে হার্শার পছন্দ মঈন আলী। পাঁচে গ্লেন ম্যাক্সওয়েল, ছয়ে আন্দ্রে রাসেল।

সাত এবং আট নম্বরে হয়েছে তিনজনের লড়াই; ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেছনে ফেলে হার্শার টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন সুনীল নারিন এবং রশিদ খান। আটজনের সাথে তিন পেসার শাহীন শাহ আফ্রিদি, আনরিক নরকিয়া এবং জাসপ্রিত বুমরাহ মিলে পূর্ণ হয়েছে হার্শার ২০২১ সালের সেরা একাদশ।

 

হার্শা ভোগলের সেরা টি-টোয়েন্টি একাদশ:  জশ বাটলার, মোহাম্মদ রিজওয়ান, মিচেল মার্শ, মঈন আলী, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রশিদ খান, শাহীন শাহ আফ্রিদি, আনরিক নরকিয়া, জাসপ্রিত বুমরাহ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img