১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

হাসানের চাওয়া ৫০০ উইকেট, পরের ম্যাচেই সিরিজ জয়!

- Advertisement -

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শনিবার প্রেস কনফারেন্সে এসেছিলেন হাসান মাহমুদ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন টাইগার পেসার।

“আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার”- বলছিলেন হাসান

চট্টগ্রামে প্রথম ২ ওভারে ২১ রান দিলেও পরের দুই ওভারে দিয়েছিলেন মাত্র ৫ রান। ঐ একটা স্পেল বদলে দিয়েছিল ম্যাচের গতিপথটাই। স্বাভাবিকভাবেই ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে উঠে এসেছিল ডট বল প্রসঙ্গ, “অবশ্যই যেই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা ভীষণ উপভোগ করি।”

প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছিলেন হাসান মাহমুদ

প্রথম ম্যাচ জয়ের পর মাশরাফী বিন মোর্ত্তজা বলেছিলেন, এই দলটার পাশে থাকা উচিত। হাসানও বললেন, যেই দলটা ইংল্যান্ডের বিপক্ষে খেলছে সেটাই নাকি টি-টোয়েন্টিতে টাইগারদের অন্যতম সেরা, “এই মুহুর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।”

অল্পভাষী হাসান কথায় কথায় জানিয়েছেন নিজের লক্ষ্যের কথাও, “ ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে অবশ্যই ৫০০ উইকেট দেখতে চাই।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img