৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

হুট করে টেস্ট দলে খালেদ-শহীদুল!

- Advertisement -

প্রথম টেস্ট শুরু শুক্রবার সকালে, আর বৃহস্পতিবার বিকেলে টেস্ট দলের সদস্য দুই বাড়ালো বাংলাদেশ।

নেট বোলার হিসেবে দলের সাথে ছিলেন খালেদ আহমেদ ও শহীদুল ইসলাম। বিকেলে জানা গেলো এই দুজন পেসারকে নাকি আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের অন্তর্ভুক্তও করে নেওয়া হয়েছে। এই দুজনকে নিয়ে টাইগার টেস্ট দলে সদস্য সংখ্যা দাঁড়ালো ১৭।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, “আমাদের পেসারদের ইনজুরি রয়েছে। তাসকিন ও শরীফুল এই টেস্ট খেলতে পারছে না চোটের কারণে। কাজেই আমাদের পেসারের প্রয়োজন ছিল। খালেদ আর শহীদুল দুজনই ফিট আছে তাই তাদের নেওয়া হয়েছে।”

তবে প্রশ্ন থেকে যায়, তাসকিন আর শরীফুলের ইনজুরির জন্য তো ইবাদাত আর রাজাকেই রাখা হয়েছিল। তাহলে আবার নতুন করে খালেদ আর শহীদুলকে ডাকা কেন? আবার যদি পেসার প্রয়োজন হয় তো প্রথমেই কেন নেওয়া হলো না?

অবশ্য জায়গাটা যখন বাংলাদেশ জাতীয় দল, এইসব অনেক প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় না।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img