২২ জানুয়ারি ২০২৫, বুধবার

হৃদয়ের ৪০, অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৪১

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪০ রান করেছে বাংলাদেশ দল।

ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ দল। শুরুতে মিচেল স্টার্কের বল খেলতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশ দলকে। পরে অবশ্য নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাশের ব্যাটে লড়াইয়ে ফেরে বাংলাদেশ দল। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে তোলে ৩৯ রান। ৭.২ ওভারে দলীয় পঞ্চাশের কোটা পেরুয় বাংলাদেশ।

দলীয় ৫৮ রানের সময় অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। স্লো ইনিংসে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ১৬ রান। ১৬ রানের ইনিংসে ১৬ ডট খেলেছেন লিটন। ৩৬ বলে ৪১ রান করে আউট হয়েছেন শান্ত, সাকিব করেছেন ১০ বলে ৮ রান। ৩ বলে ২ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরেছে শেখ মাহেদী। হৃদয় খেলেছেন ২৮ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স।  ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ২১ রান খরচায় ১ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। জাকের আলী অনিকের বদলে দলে শেখ মাহেদী হাসান।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img