৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

হৃদয়-অমিতের টানা ‘দুই’ সেঞ্চুরি

- Advertisement -

প্রতিপক্ষ বদলেছে, কিন্তু পারফরম্যান্স বদলেনি তৌহিদ হৃদয়-অমিত হাসানের। টানা দুই ইনিংসে শতক তুলে নিয়েছেন দক্ষিণাঞ্চলের দুই ব্যাটসম্যান। বিসিএলের আগের ম্যাচেই উত্তরাঞ্চলের বিপক্ষে ২১৭ রান করেছেন হৃদয়, অমিত করেছিলেন ১৩১; দুজনে মিলে জুটি গড়েছিলেন ২৫৮ রানের। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন মধ্যাঞ্চলের বিপক্ষে ম্যাচেও। দুজনেই পেয়েছেন শতকের দেখা; এই প্রতিবেদন লেখা অব্দি হৃদয়ের সংগ্রহ ১১৩* , অমিত করেছেন ১০২* রান; দক্ষিণাঞ্চলের ২ উইকেটে ২৮৯ রান।

শতকের দেখা পেয়েছেন অমিত

সদ্য সমাপ্ত জাতীয় লিগের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন অমিত।  প্রথম স্তর থেকে দল যখন অবনমন হয়ে যাওয়ার পথে তখন রংপুরের বিপক্ষে খেলেছেন ১৮৬ রানের হার না মানা ইনিংস। বিসিএলে আছেন ফর্মের তুঙ্গে, টানা দুই ইনিংসেই সেঞ্চুরি সেই বার্তাই দেয়। মঙ্গলবার অমিত নিজের শতক পূর্ণ করতে খেলেছেন ২৫৪ বল, সত্যিকারের টেস্ট ব্যাটসম্যানের যেভাবে খেলা উচিত ঠিক সেভাবেই। তবে অর্ধশতক পূরণ করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধকে টানা তিন চার মেরে, সেঞ্চুরির বেলায় আবু হায়দার রনিকে চার মেরেছেন টানা দুইটি।

তৌহিদ হৃদয় অবশ্য খেলেছেন সহজাত ক্রিকেটটাই, আক্রমণাত্মক মেজাজে। নিজের প্রথম সেঞ্চুরিটিকে রুপান্তর করেছিলেন ‘ডাবলে’। দ্বিতীয় শতক করার পথেও খেলেছেন বেশ স্বাচ্ছন্দ্যে; ১২২ বলে তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় শতক। সেঞ্চুরি করার পথে হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি এবং ৪টি ছক্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img