চ্যাম্পিয়নস লিগ গ্রুপ ‘এ’ এর শেষ ম্যাচে পা হড়কালো ম্যানচেস্টার সিটি। লাইপজিগের মাঠে ২-১ গোলে হেরে গ্রুপপর্বের শেষটা সুন্দর করতে পারলো না পেপ গার্দিওলার শিষ্যরা।
প্রথমার্ধে ডমিনিক জবোসলাই ও দ্বিতীয়ার্ধে আন্দ্রে সিলভার গোলে ২-০ তে পিছিয়ে পড়া সিটি রিয়াদ মাহরেজের গোলে ফিরে আসতে চেষ্টা করেছে ম্যাচের শেষদিকে। তবে সিলভাকে ফাউল করে কাইল ওয়াকার লালকার্ড দেখায় দশজনের দলে পরিণত হয়ে শেষ দশ মিনিট খেলায় সেই আশাটুকুও ধূলিসাৎ হয়ে যায় ম্যানচেস্টারের নীল দলের।
তবে তাতে অবশ্য দুঃখ খুব একটা নেই সিটির। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিনে কোয়ালিফাই করার বন্দোবস্ত তারা সেরে রেখেছে আগের গেম উইকেই।
অপরদিকে জিতেও তৃতীয় স্থানে থেকে ইউরোপা লিগ খেলতে হবে লাইপজিগকে।